scorecardresearch
 
Advertisement

Elephants: খড়গপুর শহরে ঢুকে পড়ল বিশাল গজরাজের দল, হাতি তাড়াতে হুলা পার্টি

Elephants: খড়গপুর শহরে ঢুকে পড়ল বিশাল গজরাজের দল, হাতি তাড়াতে হুলা পার্টি

শীতের শুরুতে জঙ্গলমহলের পার্শ্ববর্তী এলাকায় দেখা মিলে হাতির দলের। মঙ্গলবার ভোর রাত থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পার্শ্ববর্তী এলাকায় এবং শহরেরও বেশ কিছু জায়গায় ঘুরল গজরাজের দল। তবে শহরের মধ্যে হাতি চলে আসায় উৎসুক মানুষজন ভিড় জমান হাতি দেখতে। শহরের রেল কোয়াটারের পার্শ্ববর্তী সাউথ সাইড হাসপাতালের দিকে ১০ থেকে ১২ টি হাতির একটি দল প্রবেশ করে। হাতি তাড়াতে হুলা পার্টিসহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে।

Advertisement