একদিকে যখন ইন্ডিয়া জোট নিয়ে বিরোধীরা এক জায়গায় হয়েছেন, মুম্বইয়ে রাহুল গান্ধী যেখানে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিচ্ছেন তখন বাংলায় দাঁড়িয়ে তাঁরই দলের নেতা অধীর চৌধুরী তৃণমূল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিচ্ছেন। আর তাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। রাজনীতির সমীকরণ বড়ই জটিল। একদিকে যখন আরব সাগরের পাড়ে এক টেবিলে বসে ইন্ডিয়ার ব্লু প্রিন্ট তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধীরা। তখন ধূপগুড়ি থেকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলের বিরুদ্ধে একেবারে রণংদেহি মেজাজে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
Adhir Chowdhury On TMC