কোন মৃত্যুতে কত দাম তা ঠিক করে দিয়েছেন দিদি। বিস্ফোরণে মৃত্যু হলে দাম আড়াই লাখ, বাজ পড়ে মৃত্যু হলে দাম 2 লাখ টাকা। আবার ধর্ষণ করে খুনের ক্ষেত্রে মৃতের পরিবার পাবেন 3 লাখ টাকা। দিদি এরকম ভাগ করে দিয়েছেন টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একইসঙ্গে অধীর জানান, বোমা বিস্ফোরণে মানুষ চিন্তা করবেন না আড়াই লাখ পৌঁছে যাবে। দিদি কত ভালো মহিলা দেখুন। ধর্ষণ করে খুন হোক টাকা পৌঁছে যাবে কোনও চিন্তা নেই । দিদি সব রেট বেঁধে দিয়েছেন, এই বাংলা এভাবেই চলবে।
adhir ranjan chowdhury twitter slams west bengal cm mamata banerjee.