scorecardresearch
 
Advertisement

VIDEO: মালদায় ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, সংঘর্ষ-তদন্তে পুলিশ

VIDEO: মালদায় ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, সংঘর্ষ-তদন্তে পুলিশ

১০০ দিনের কাজে পুকুর খননে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ উঠল মালদায়। কাজ না করে, ভুয়ো বিল পেশ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রতুয়া ২ ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ এক ঠিকাদার ও উপপ্রধানের স্ত্রীর নামে। কাজ না করেও টাকা তোলার অভিযোগ এনেছেন ওই পঞ্চায়েতের সদস্যদের একটা অংশ। এই মর্মে বিডিওর কাছে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা। ঘটনাস্থলে তদন্ত আধিকারিকদের সামনেই প্রধান ও বিরোধী গোষ্ঠীর গণ্ডগোল বাঁধে। পরিস্থিতি বেগতিক দেখে তদন্ত আধিকারিকরা সেখান থেকে সরে পড়েন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement