টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। ইতিমধ্যেই নদীগুলিও বইতে শুরু করেছে বিপদসীমার ওপর। আসানসোলের ছবিটাও ঠিক একই, নদী রাস্তা মিলেমিশে একাকার। কল্যাণপুর হাউসিং এলাকাতেও সেতুর ওপর দিয়ে বইছে নুনিয়া নদীর জল। আর সেই সেতু পারাপার করতে গিয়ে গতকাল সন্ধ্যায় চালকসহ জলের তোড়ে ভেসে যায় একটি চারচাকা গাড়ি। স্থানীয় সূত্রে খবর বারণ করা সত্বেও সেতুপারাপার করতে গিয়ে এই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন। কাল সারারাতে তাঁর খোঁজ পাওয়া না গেলেও। আজ NDRF-এর সহযোগিতায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হল। তবে এখনও গাড়িটি উদ্ধার করা যায়নি। নদীতেই ভাসছে গাড়িটি। বর্তমানে মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।