scorecardresearch
 
Advertisement

Baby Girl Rescued: শালিমার রেল স্টেশনে উদ্ধার শিশুকন্যা, CID-র হাতে গ্রেফতার ২

Baby Girl Rescued: শালিমার রেল স্টেশনে উদ্ধার শিশুকন্যা, CID-র হাতে গ্রেফতার ২

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সিআইডির একটি বিশেষ দল হাওড়ার শালিমার রেল স্টেশনের বাহিরে অভিযান চালায়। অভিযানে শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। একই সঙ্গে উদ্ধার করা হয় এক শিশুকন্যাকে। এনজিও সদস্যদের সহায়তা সিআইডি এই শিশুকন্যাকে উদ্ধার করে। শিশুটিকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আরও কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে সিআইডি।

Advertisement