হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই। সময় পেরিয়ে গেলেও ডাক্তারের অভাবে খুলছেই না বহির্বিভাগ। কোথাও আবার নির্দিষ্ট সময়ে খুলে যাচ্ছে বহির্বিভাগ। কিন্তু দেখা নেই ডাক্তারের। আর সেই জায়গায় ডাক্তারি শুরু করেছেন খোদ ফার্মাসিস্ট। ডক্তার না হয়েও বিন্দাস হাসপাতালে আসা রোগি দেখছেন, সঙ্গে আবার ওষুধও প্রেসক্রাইবও করে দিচ্ছেন। মানে ভআবতে পারছেন কি ভয়ানক অবস্থা? এই ভাবেই চলছে সরকারি হাসপাতাল। সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে চোখ কপালে সবার। কারোর কোনও বিপদ ঘটে গেলে তার দায়ভার কার তা কেউই জানে না।
Bad Condition at Birbhum Hospital with no doctor