বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না মুক্তিযুদ্ধে অংশগ্রহন করা প্রাক্তন ভারতীয় সৈনিক। বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন তিনি।প্রশ্ন তুলেছেন,মহম্মদ ইউনূস কী করছেন ? কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। তিনি ২২ বছর বয়সে ভারতীয় সেনায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারতীয় সৈনিক হিসাবে মিশন ক্যাকটাস লিলিতে অংশ নেন তিনি। তিনি আক্ষেপ করে বলেন, ভারতীয় সেনারা জীবন দিয়ে যে দেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই ভারতের সাহায্যের কথা ভুলে গেল! 'কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে ওরা।'