বর্ধমানের যেমন মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা ঠিক তেমনি বাঁকুড়ার বেলিয়াতোড়ে বিখ্যাত মেচা সন্দেশ। বাঁকুড়া যাওয়ার পথে বেলিয়াতোড়ের রাস্তার দু'ধারেই বিভিন্ন মিষ্টির দোকানে মেচা সন্দেশ সাজিয়ে বসে রয়েছেন দোকানদাররা। তবে এবার ভিন্ন স্বাদের মেচা পেতে চলেছে ক্রেতারা। এবার দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুনত্ব মেচা তৈরি করছেন বিক্রেতারা। যেমন ম্যাংগো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার এর স্বাদ পেতে চলেছেন ক্রেতারা। এতে সারা বছরের তুলনায় পুজোতে বিক্রি বাটা বেশ ভালো হবে বলেই আশা করছেন দোকানদাররা।