নেতাজি জন্ম দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়া। জানা গিয়েছে, ভাটপাড়ার মানিকপীর বাজারে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে গেছিলেন এলাকার বিজেপি সাংসদ অর্জুন সিং। এর পরেই ঠিক একই জায়গায় কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত হন স্থানীয় পৌরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা গোপাল রাউত। এরপর এই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা ও হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে সাংসদ অর্জুন সিং এর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে পাথর ও গুলি ছোঁড়ার পাল্টা অভিযোগ বিজেপির। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Bhatpara TMC BJP Clash on Netaji's 125th Birth Anniversay