বৃদ্ধাদের বিপদে সারথি হয়ে টোটোর স্টিয়ারিং ধরলেন বীরভূমের লেডি কনস্টেবল। মা-এর প্রতি ভালোবাসা থাকলে নিজের সন্তান যা করতে না পারে , 25 জন মা-এর জন্য যা করছে তা দৃষ্টান্ত। পেশায় পুলিশ কর্মী কর্মব্যাস্তাতার মাঝে মা দের জন্য শিখছে ও চালাচ্ছে টোটো। মা দের 60-90 তাই ভরসা পাচ্ছে না অন্য কারো। বৃদ্ধাশ্রম তৈরী, টোটো কেনার পর এবার বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য টোটো চালানো শিখছেন বীরভূমের লেডি কনষ্টেবল। বীরভূমের মহিলা পুলিশ কর্মী ছবিলা খাতুন।
Birbhum Lady Police Toto Driver Viral