scorecardresearch
 
Advertisement

Birbhum Miyazaki Mango Tree: আম চাষ করে কোটিপতি, এবার চাই পুলিশের সুরক্ষা!

Birbhum Miyazaki Mango Tree: আম চাষ করে কোটিপতি, এবার চাই পুলিশের সুরক্ষা!

আম চাষ করে কোটি পতি ব্যক্তি নিরপত্তা চেয়ে সটান হাজির পুলিশের কাছে। বাবতে পাচ্ছেন আম চাষ করে কোটিপতি হয়েছিলেন তিনি। এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে এমন কোন আম চাষ করেছেন যে একেবারে কোটিপতি। এবার আসা যাক বিস্তারিত, কয়েক দিন আগেই দুবরাজপুর মসজিদ এলাকায় সাতটি জাপানের Miyazaki আমের হদিশ পাওয়া যায়। এক কেজি আমের দাম 2,70,০০০ হাজার টাকা। এই আমের দাম ও চাহিদা বুঝতে পেরে চাষিরা সেই আম চাষ শুরু করেন। বীরভূমের চাষিরা এই আম লাগিয়ে তা বাজারে বিক্রি করে বিপুল পরিমাণ আয় করছেন বলে জানা গিয়েছে।

Birbhum Miyazaki Mango Tree Farmer Seeks Police Protection

Advertisement