নির্বাচনের সময় থেকেই বাংলায় অব্যাহত দলবদলের ঘটনা। নির্বাচনের আগে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি (BJP)-তে যোগ দেওয়া নেতা এবং বিধায়কদের নির্বাচন পরবর্তী সময়ে ঘরওয়াপাসির হিড়িক লেগেছে। মুকুল রায় (Mukul Roy) এর পর ইতিমধ্যেই আরও তিন বিধায়ক বিজেপি ছেড়ে (Left BJP) যোগ দিয়েছেন তৃণমূলে (Join TMC)। এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) জানান, তৃণমূল থেকে এসে যোগ দেওয়া নেতারা চাপ সহ্য করতে পারছেন না। তারা মানুষের জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যারা দল ত্যাগ করছেন তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti Defection Law) আনা হবে। দলত্যাগী দের বিরুদ্ধে আর কি কি ব্যবস্থা নিতে চলেছে বিজেপি ? বিধায়ক পদে বহাল থাকবেন দলত্যাগীরা ? শুনুন।