scorecardresearch
 
Advertisement

Malda: BJPর পঞ্চায়েত প্রধান হাসপাতাল সাফাইয়ের টাকা লুঠছেন? সব ফাঁস

Malda: BJPর পঞ্চায়েত প্রধান হাসপাতাল সাফাইয়ের টাকা লুঠছেন? সব ফাঁস

মাস দুয়েক আগেই গঙ্গার জলে প্লাবিত হয়েছিল মালদহের মানিকচক ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত। এলাকার একমাত্র ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও ছিল জলের তলায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আর সেই স্বাস্থ্য কেন্দ্র সাফাই এর নামে সরকারি টাকা চুরির অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

BJP Panchayat Pradhan has been accused of stealing govt money of health center cleaning

TAGS:
Advertisement