তৃণমূল পার্টিটাই দাঁড়িয়ে রয়েছে তাসের ঘরের মতো। একটু অপেক্ষা করুন। ২০২৬ সালে বিধানসভা ভোটে পুরো ভেঙে পড়বে। রাজ্যের শাসকদল সম্পর্কে এই মন্তব্য করেছেন এক বিজেপি নেতা। যাকে বলে একেবারে শাসকদলের শেষ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে দিলেন তিনি। কিন্তু কেন এই ধরনের মন্তব্য করলেন এই বিজেপি নেতা? যেভাবে শাসকদলের দলেতাদের মধ্যে কোন্দলের ছবি সামনে আসছে তা নিয়ে প্রশ্নের জবাবেই এই মন্তব্। করেন তিনি। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার প্রেক্ষিতে অভিযোগ উঠেছে যে দলীয় নেতাই সুশান্ত ঘোষকে নাকি শেষ করে দিতে বিহার থেকে গুন্ডা এনেছে। এরপর দলটাই আর করবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন খোদ সুশান্ত ঘোষ। এছাড়া এর আগে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধ নিয়ে জল্পনা চাউর হয়েছিল। এইসব নিয়ে শাসকদলের জীর্ণ দশাই সামনে আসছে? এই প্রশ্নের জবাবেই ওই বিজেপি নেতা বলেন। তৃণমূল পার্টিটাই দাঁড়িয়ে রয়েছে তাসের ঘরের মতো। একটু অপেক্ষা করুন। ২০২৬ সালে বিধানসভা ভোটে পুরো ভেঙে পড়বে। আমরা বলছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা। কী বলেছেন সুকান্ত মজুমদার? আসুন শুনে নেব।
BJP's major plans 'TMC will collapse in 2026'