মানসিক জোর থাকলে, দারিদ্র ও শারীরিকভাবে সক্ষম হওয়ার বিষয়টি কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় না। অভিষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছে যাওয়া যায়। এরকম বহু উদাহরণ আমাদের সামনে আসে। তাঁদের ঘুরে দাঁড়ানোর লড়াইকে পাথেয় করে আগামীদিনে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান জীবনযুদ্ধের লড়াইয়ে শামিল বাকিরা। এরকমই এক গরিব অন্ধ যুবকের কথা আপনাদের আজ জানাব। যিনি ধূপকাঠি বিক্রি করে পড়াশোনা চালিয়ে সরকারি চাকরির লক্ষ্যে এগিয়ে চলেছেন। ভাবতে পারছেন? কতটা মানসিক জোর থাকলে একজনের পক্ষে এটা করা সম্ভব? রাস্তায় রাস্তায় সামান্য ধূপকাঠি ফেরি করে বেরিয়ে সেই টাকায় পাড়াশোনা চালিয়ে তাও একবার সরকারি চাকরির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন। এটা কিন্তু ছোটখাটো কোনও ব্যাপার নয়।
Blind youth fights poverty in North Dinajpur