মুম্বইয়ের নির্বাচনী প্রচারেও উঠে এল রোহিঙ্গা প্রসঙ্গ। ভারত-বাংলাদেশ সীমান্তের ৭২ জায়গায় পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়া নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং ভারত সরকার বারবার চিঠি দেওয়ার পরেও বিএসএফকে জমি দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের দাদরে নির্বাচনী প্রচারে গিয়ে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভারত-বাংলাদেশের এই অরক্ষিত সীমান্ত দিয়ে রোহিঙ্গারা দলে দলে ঢুকে পড়ে বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে দিচ্ছে। পাশাপাশি মহারাষ্ট্রেও এই রোহিঙ্গারা মিশে গিয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, রোহিঙ্গারা ঢুকে আপনাদের চাকরি, রেশন, জমি সব নিয়ে নিচ্ছে। শুভেন্দু বলেন, ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি ২কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ভোট পেয়েছে। যা ৩৯ শতাংশ। আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে।
BSF not given land due to Mamata?