পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। তিনি অভিযোগ করেন, "বাজেটে বেকারদের জন্য কোনও ঘোষণা নেই। ভোটের আগে ক্ষমতা দেখাচ্ছে বিজেপি। কাল সরকার পড়ে যাচ্ছিল। শেয়ার বাজারে ধস নেমেছিল, ফোন করে শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের শেয়ার পড়ে যাচ্ছিল তাদের বাঁচাতে ফোন করে ছ-আটজনকে ফোন করে। কাউকে বলেছে ২০ হাজার কোটি টাকা দাও। সবার থেকে টাকা চাইছিল, আমরা জানি তারা কারা, নাম বলতে চাই না। কেন সরকার একশো দিনের টাকা কেটে নিয়েছে। এই বাজেটে ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে, যাতে মানুষ আগামী দিনে কাজ না করতে পারে। ক্ষমতা দেখাচ্ছ। সেন্ট্রাল টিম পাঠাচ্ছে।"
There is no announcement for the unemployed in the budget said Mamata Banerjee