কোরোনা সংক্রমণের জেরে গতবছর তেমন লাভের মুখ দেখেনি। তাই এ বছর আশায় বুক বাঁধছে বাংলার বেকারি ব্যবসায়ীরা। সামনেই ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন। শুধু খ্রিস্টান নয় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন এই উৎসবে। এইসময় বাজার ভরে ওঠে রকমারি কেকে। তাই এই সময় কিছুটা হলেও লাভের মুখ দেখেন বেকারি ব্যবসায়ীরা। তাই ডিসেম্বরের আগে কেমনভাবে তৈরি হচ্ছেন কেক ব্যবসায়ীরা, তা ঘুরে দেখতেই নদিয়ার রানাঘাট চত্বরের এক বেকারিতে হাজির আজতক বাংলা। কেক ব্যবসার সঙ্গে যুক্ত একাংশের মত, গত বছরের তুলনায় এ বছর কিছুটা হলেও আশার আলো দেখছেন তারা। বাড়ছে অর্ডার।
Condition of Cakes and Bakery Business in Nadia