প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় জামিনের আবেদনের শুনানিতে তিনি কতটা প্রভাবশালী এবার সেই তত্বই খাঁড়া করল CBI। তবে শুধু তিনি নয়, শিক্ষা দুর্নীতিতে জড়িত পার্থ সহ মোট 5 জনের বিষয়ে প্রভাবশালী তত্বই আদালতে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাঁদের যদি জামিন দেওয়া হয় তাহলে সাক্ষীদের প্রভাবিত করার পাশাপাশি তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে বলে আশঙ্কা। ফলে মঙ্গলবার আদালতে নিয়োগ দূর্নীতিতে তদন্ত গতিপথ হারাবে বলে সিবিআইয়ের তরফে জানানো হল। মামলার শুনানি শেষে রায় ঘোষণা স্থগিত রেখেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর একক বিচারপতির বেঞ্চ।
CBI questions partha chatterjee's influence in bail hearing