scorecardresearch
 
Advertisement

Chandannagar Jagadhatri Puja: চন্দননগরে রেললাইন পার হচ্ছেন দেবী জগদ্ধাত্রী, বন্ধ রইল ট্রেন কিছুক্ষণ

Chandannagar Jagadhatri Puja: চন্দননগরে রেললাইন পার হচ্ছেন দেবী জগদ্ধাত্রী, বন্ধ রইল ট্রেন কিছুক্ষণ

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া। প্রতি বারই বিসর্জনে থাকে অভিনবত্ব। নিয়ম অনুযায়ী, দশমীর সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় দশমীর সকাল থেকে। চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। রেল স্টেশনের পূর্ব দিকে গঙ্গা হওয়ায় পশ্চিম দিকের ওই প্রতিমাগুলিকে বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয়। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া যায় না। আর তাই রেললাইন পার করেই প্রতিমাকে নিয়ে যাওয়া হয়। চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়ার ৪২ বছরের পুজো ৩৫ বছর ধরে রেললাইন এভাবে পার করেই বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়।

Advertisement