scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: ঝাড়গ্রামের সভা থেকে স্কুলে মাতৃভাষা পড়ানো নিয়ে বিভ্রান্তি দূর করলেন মমতা

Mamata Banerjee: ঝাড়গ্রামের সভা থেকে স্কুলে মাতৃভাষা পড়ানো নিয়ে বিভ্রান্তি দূর করলেন মমতা

রাজ্যের  শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলতে নতুন শিক্ষানীতি নিয়ে আসছে রাজ্য সরকার। এবার থেকে  রাজ্যের সমস্ত স্কুলে ইংরেজি ও বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে । সরকারি এবং প্রাইভেট উভয় স্কুলেই ছাত্র-ছাত্রীদের এই ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে । এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। ঝাড়গ্রামের সভা থেকে সেই বিভ্রান্তিই দূর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে বলেন, সরকার ত্রি-ভাষার কথা বলছে। এই আবহে কারও ওপরই বাংলা চাপিয়ে দেওয়া হবে না। যেই এলাকায় যে ভাষা বেশি বলা হয়, প্রথম ভাষা হিসেবে সেই সংশ্লিষ্ট ভাষাই প্রাধান্য পাবে।

Advertisement