ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনের গোসাবা ব্লকের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবন্দী অবস্থায় জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। অনেকেই আবার আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধের ওপর। এই পরিস্থিতিতে গোসাবার মানুষের পাশে দাঁড়াতে ত্রান সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন বহু সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিদিনই বহু সংগঠন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ত্রান সামগ্রী বিলি করতে যাচ্ছেন। এরফলে নতুন এক আতঙ্কের মেঘ উঁকি দিচ্ছে প্রশাসনের কপালে। এই ত্রানের হাত ধরে নতুন করে আরও সংক্রমণ ঢুকে পড়বে না তো দ্বীপাঞ্চলে? এই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে গোসাবা ব্লক প্রশাসনকে। পরিস্থিতি সামাল দিতে গদখালি ঘাটেই র্যাপিড এন্টিজেন টেস্টের ব্যবস্থা করছে গোসাবা ব্লক স্বাস্থ্য দফতর।