পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। প্রায় শেষের পথে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকাজ। সামনে এসেছে মন্দিরের ফার্স্ট লুক। বুধবার দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখলেন মন্দিরের কাজ কতদূর হয়েছে। সমুদ্র সৈকতের ওপর গড়ে ওঠা মন্দির যেন হুবহু পুরীর জগন্নাথ মন্দির! প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে।