scorecardresearch
 
Advertisement

VIDEO: জেতা দিনহাটায় বেশিরভাগ জায়গায় নেই বিজেপির এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

VIDEO: জেতা দিনহাটায় বেশিরভাগ জায়গায় নেই বিজেপির এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

তৃণমূল এজন্টদের ভয় দেখিয়েছে। তাই বেশিরভাগ বুথে কোনও এজেন্ট দিতে পারেনি বিজেপি। এমনই অভিযোগ দিনহাটায়। এ নিয়ে বিজেপি প্রার্থী অশোক মন্ডল অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে ভোট কেন্দ্র আসতে বাধা দিয়েছে দলের এজেন্টদের। তাঁদের এখানে আসতে দেওয়া হয়নি। এ ব্য়াপারে অভিযোগ জানিয়েছেন। এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাঁর আরও অভিযোগ, তৃণমূল ভোটরদেরও বাধা দিয়েছে। তবে তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে।

Allegations of intimidation by BJP agents are against TMC in Dinhata

Advertisement