আমেরিকার ৪৭-তম প্রেসিডেন্ট হয়েই বিশ্বের আরেক বিত্তশালীকে সরকারের বড় দায়িত্বে বসালেন ডোনাল্ট ট্রাম্প। টেসলা, স্পেস X ও মাইক্রোব্লগিং সংস্থা X হ্যান্ডেলের মালিক এলন মাস্ককে আমেরিকার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আনছেন ট্রাম্প। এলন মাস্ক নিজেই এই খবর দিয়েছেন। জানা গিয়েছে এলন মাস্ক ও বিবেক রামস্বামীকে Department of Government Efficiency (DOGE)-এর মাথায় বসিয়েছেন ট্রাম্প। একটি বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, 53 বছর বয়সী ধনকুবের মাস্ক এবং 39 বছর বয়সী প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রামাস্বামী হোয়াইট হাউসকে "পরামর্শ এবং নির্দেশনা" দেওয়ার জন্য সরকারের বাইরে থেকে কাজ করবেন। মাস্ক ও রামস্বামীকে সরকারের এই পদে এনে আদতে আমেরিকা প্রশাসনের অনেক প্রয়োজনীয় খরচ বাঁচানো সম্ভব হবে বলেই জানানো হয়েছে। 'সেভ আমেরিকা' মুভমেন্টের অংশ হিসাবেই এই নিয়োগ বলে জানা গিয়েছে।
Donald Trump gave a huge responsibility to Elon Musk