বন্যা ও বর্ষণের কারণে এবার চরমভাবে ক্ষতিগ্রস্ত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকার বাসিন্দারা। কংসাবতী নদীর জল বাড়ায় পাড় ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেল ৩০ বিঘের বেশি উর্বর জমি। বৃহস্পতিবার থেকে পুনরায় জল বাড়তে থাকায় সেই ক্ষতি আরো বাড়বে বলে আশঙ্কা করতে শুরু করেছেন চাষিরা। মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত গুড়গুড়িপাল গ্রামের বাসিন্দাদের রোজকার বেশিরভাগ অংশ থাকে সবজি ও ধান চাষ থেকে। কংসাবতী নদীর চরে এই চাষ হয়ে থাকে দীর্ঘদিন ধরে। ২০০৭ সাল থেকে সেই চাষের জমি ধীরে ধীরে কংসাবতী নদীর গর্ভে চলে যেতে শুরু করেছে। স্থানীয়দের বক্তব্য অনুসারে প্রায় দুই কিলোমিটার গতিপথ পরিবর্তন করেছে এই নদী। পরিস্থিতি খুব ধীরে ধীরে হচ্ছিল বলে স্থানীয়রা একটু স্বস্তিতে ছিলেন। কিন্তু সম্প্রতি হওয়া বন্যাতে হঠাৎ করে ভাবিয়ে তুলেছে তাদের। কংসাবতী নদীর জল স্ফীতির কারণে কয়েক দিনে ব্যাপক পরিমাণে পাড় ধ্বসার ঘটনা ঘটেছে। বাসিন্দারা জানাচ্ছেন ৪৮ ঘণ্টার ব্যবধানে ৩০ বিঘার বেশি শস্য সহ চাষের জমি নদীর গর্ভে চলে গেছে। এর প্রতিটি জমিতেই বিভিন্ন সবজি ও ধান রোয়া ছিল। হতাশ কৃষকদের অনেকেই অপরিণত সবজি দ্রুত কেটে তুলে নেওয়ার চেষ্টা করছেন।