scorecardresearch
 
Advertisement

Bhandani Worship: দশমীতে বোধন, একাদশী থেকে চারদিন এখানে অন্যরূপে পূজিতা দুর্গা

Bhandani Worship: দশমীতে বোধন, একাদশী থেকে চারদিন এখানে অন্যরূপে পূজিতা দুর্গা

গোটা রাজ্যের যেখানে উমা বিদায়ে মন খারাপ, সেখানে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে নতুন উৎসাহ। বিজয়ার রেশ কাটার আগেই,উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে নতুন উৎসাহে একাদশী থেকে শুরু দুর্গাপুজো। ডুয়ার্সের বেশ কিছু এলাকায় একাদশীতেই শুরু নতুন দুর্গাপুজোর। পুজো চলবে লক্ষ্মীপুজো পর্যন্ত। বিভিন্ন জায়গায় এই পুজো উপলক্ষে উৎসব জমে ওঠে। ফলে ওই সব এলাকার মানুষকে দশমীর বিষাদ ছুঁতে পারে না। তাঁরা ব্যস্ত থাকেন নিজেদের আরাধ্যাকে তুষ্ট করতে।

Traditional Durga Puja in Jalpaiguri of Dooars

Advertisement