সারাদেশে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মেডিক্যাল কলেজ ভর্তি কোটা মামলায় হলদিয়া, পূর্ব মেদিনীপুরে তল্লাশি অভিযান চালায়। হলদিয়া, দুর্গাপুর এবং কলকাতা, যাদবপুর সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে ইডি অভিযান চালাচ্ছে। টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি করানো হয় বলে জানা গেছে। যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজে প্রিন্সিপালের রুমে তল্লাশি চালানো হচ্ছে।