scorecardresearch
 
Advertisement

Asansol: আসানসোলে ট্রেন লাইনে ভেঙে পড়ল ইলেকট্রিকের পোল, বিঘ্নিত ট্রেন চলাচল

Asansol: আসানসোলে ট্রেন লাইনে ভেঙে পড়ল ইলেকট্রিকের পোল, বিঘ্নিত ট্রেন চলাচল

আসানসোলে মেইন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত। ওভারহেডের তার ও ইলেকট্রিকের পোল পড়ে যাওয়ায় আসানসোল হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। মঙ্গলবার সকাল ৭টা ২০ নাগাদ এই ঘটনা ঘটে। এর পর ওই লাইন দিয়ে বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যাচ্ছিল। ওভারহেড তারের এই অবস্থা দেখে ব্রেক কষে গাড়ি থামান ট্রেনের চালক। না হলে বড় বিপত্তি ঘটতে পারত বলে মনে করছেন যাত্রীরা। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

TAGS:
Advertisement