২০১৪ সালে যখন বিমান নগরীর জন্য বিদ্যুতের হাই টেনশন খুঁটি পোতার কাজ হয়েছিল, সেই সময় অন্ডালের তামলা ও লাউদোহার আরতি মৌজার জমির ওপর দিয়ে খুঁটি পোতার কাজ হয়। সেই সময় বিমান নগরী কর্তৃপক্ষ চাষীদের জমির ক্ষতিপূরণ হিসাবে টাকা দেবার কথা বলেছিলেন। কিন্তু আজ ছয় বছর পরও কিছু চাষী ক্ষতিপূরণের সামান্য টাকা পেলেও অধিকাংশ চাষী তাদের টাকা পায়নি বলে অভিযোগ করেন আরতি গ্রামের শেখ আখতার মণ্ডলরা।