তিনদিনের লাগাতার নিম্নচাপের (depression) জেরে, রাজ্যের অধিকাংশ নদীতে জলস্ফীতি ঘটেছে। বিভিন্ন ব্যারেজ থেকে বেড়েছে জল ছাড়ার পরিমাণও। একইরকমভাবে পাল্লা দিয়ে বেড়েছে ভাগীরথী নদীর (Bhagirathi River) জল। তিন দিনের বৃষ্টির জেরে জলস্ফীতি অনেকটা হওয়াতেই নদিয়া নাকাশীপাড়া (Nakashipara) থানা এলাকার কুলেপোতা দিয়ে জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন চাষের জমিতে। যার ফলে একদিকে যেরকম নষ্ট হচ্ছে বিভিন্ন সবজি থেকে ফসল! অপরদিকে নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি থেকে বর্ধমান যাবার একমাত্র রাস্তা এখন জলের তলায়, যেখানে দুদিন আগেও চলত বাস-লরি আর আজ সেই রাস্তা দিয়েই চলছে নৌকা।