চড়া দাম রান্নার গ্যাসের। গ্যাস ফুরলেই গিন্নিদের চিন্তার শেষ থাকে না। প্রত্যেক মাসে গ্যাস কিনতে গিয়ে কালঘাম ছোটো সাধারণ মানুষের। বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার পরিষেবা পাওয়ার পর থেকে এখন আর কেউ ডিস্ট্রিবিউটরের দোকানের সামনে গ্যাস নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়ান না। এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ কেউ আবার নানা ধান্দায় নেমে পড়েছে। গ্যাস দেওয়ার নাম করে গ্রাহকদের বাড়ি থেকে প্রায় 300টি সিলিন্ডার নিয়ে পালাল গ্যাস কর্মী। আর এতে করে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। গ্যাসকর্মীর এই কান্ডে শোরগোল পড়ে গিয়েছে। চরম ভোগান্তির শিকার বাসিন্দারা।
North 24 Parganas Gas Cylinder Stolen