scorecardresearch
 
Advertisement

Ghatal Flood Situation: টানা বৃষ্টিতে ফুঁসছে শিলাবতী, জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা

Ghatal Flood Situation: টানা বৃষ্টিতে ফুঁসছে শিলাবতী, জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা

ঝাড়গ্রামের পর এবার পশ্চিম মেদিনীপুর। শিলাবতী নদীর জল ঢুকে জলমগ্ন ঘাটালের বিস্তৃত এলাকা। কোথাও হাঁটুজল, কোথাও জল উঠেছে কোমর পর্যন্ত। এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার এখন একমাত্র সম্বল ডিঙি। আজ এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ডিঙি করে স্কুলে যেতে দেখা গেল পড়ুয়াদের। স্থানীয়দের অভিযোগ, রবিবার থেকে জল বাড়তে শুরু হয়, যা এখনও পর্যন্ত বেড়েই চলেছে। এদিকে প্রশাসনের কোনও হুশ নেই। তবে আজ বিকেল নাগাদ এই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে আসেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারা। এলাকা পরিদর্শন, ত্রাণ বিলির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা।

Advertisement