scorecardresearch
 
Advertisement

Cooch Behar: শিলিগুড়ি থেকে কোচবিহারে প্রবেশের মুখে পর্যটকদের স্বাগত জানাবে হেরিটেজ ওয়েলকাম গেট

Cooch Behar: শিলিগুড়ি থেকে কোচবিহারে প্রবেশের মুখে পর্যটকদের স্বাগত জানাবে হেরিটেজ ওয়েলকাম গেট

শিলিগুড়ি থেকে রাজার শহর কোচবিহারে প্রবেশের মুখে পর্যটকদের স্বাগত জানাবে হেরিটেজ ওয়েলকাম গেট। খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা।  কোচবিহার জেলায় এর আগে এধরনের গেট তৈরি হয়নি। শহরে ঢোকার আগে খাগড়াবাড়ি মোড়ে শুরু হয়েছে এই হেরিটেজ গেট তৈরির কাজ। এমাসেই যান চলাচল স্বাভাবিক হলেও কাজ শেষ হতে আরও মাস দুয়েক সময় লাগবে ৷  ডিসেম্বর মাস থেকে এই কাজ শুরু হওয়ায় আপাতত খাগড়াবাড়ি মোড় হয়ে যান চলাচল বন্ধ রয়েছে । কোচবিহার- শিলিগুড়ি রুটে বাস বা যানবাহন চলছে নিউকোচবিহার ও রাজেন তেপথী হয়ে । তবে ছোট যানবাহন চলাচলের জন্য খোলা আছে বাঁধের উপরে তৈরি বিকল্প রাস্তা । প্রশাসন জানিয়েছে দ্রুত তৈরি হচ্ছে এই হেরিটেজ ওয়েলকাম গেট।

Heritage welcome gate at the entrance of Cooch Behar

Advertisement