scorecardresearch
 
Advertisement

Hooghly Ram Navami: আরামবাগে BJP-র পতাকা ছিঁড়ে ফেলা হল ড্রেনে! রামনবমীর আগে চরম উত্তেজনা

Hooghly Ram Navami: আরামবাগে BJP-র পতাকা ছিঁড়ে ফেলা হল ড্রেনে! রামনবমীর আগে চরম উত্তেজনা

পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক হিংসা ক্রমশই বাড়ছে রাজ্য়জুড়ে। এবার রামনবমী উপলক্ষে আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় বিজেপি যে ধর্মীয় পতাকা লাগিয়েছিল সেগুলি ছিড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধর্মীয় পতাকা ছিড়ে ফেলার পাশাপাশি বিজেপির পতাকাও ছিড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগ। নাম না করেও কার্যত শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই আন্দোলনে নামে বিজেপি। আরামবাগের পুরাতন বাজার এলাকায় বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষের নেতৃত্বে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। চলে বিক্ষোভও। এর জেরে রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। এই ঘটনার CCTV ফুটেজও সামনে এসেছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবিতে সরব রাজ্য বিজেপি। তবে এই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে আরামবাগ। কখনও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কখনও আবার শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এই গোটা ঘটনায় ফের নতুন করে উত্তপ্ত হল আরামবাগ। তবে এই ভাবে বিজেপিতে আটকে রাখা যাবে না বলেও দাবি বিজেপির।

Hooghly Ram Navami

Advertisement