লালগড়ের আতঙ্ক ফিরল ঝাড়গ্রামে। ছড়াল বাঘের আতঙ্ক! বন দফতর জানিয়েছে, ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে একটি বাঘিনী ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চলে এসেছে। জামবনি ব্লক ও সীমান্তবর্তী গ্রামগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। গিধনি, জামবনি, বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চলছে। ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যটকদের সাবধান থাকতে বলা হয়েছে। বন দফতর নজরদারি আরও জোরদার করেছে।