সাত সকালে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যূত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । জানা গিয়েছে, পিছন থেকে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু'টি কামরা । রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিয়ালদহর দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার এক ঘণ্টা পরই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল । চলছে উদ্ধারকাজ । দার্জিলিং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানালেন, এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। ২০ থেকে ৩০ জন আহত। উদ্ধারকাজে নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের কাছে শুনুন সেই কীভাবে ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।