কার্তিক পূজা মানে বাংলার যে সমস্ত জায়গার কথা মাথায় আসে, তার মধ্যে অন্যতম বাঁশবেড়িয়া। অত্যন্ত জমজমাট করে এখানে কার্তিক পুজো করা হয়। গত দুবছর কোভিডের কারণে কার্তিক পুজোর সেই জৌলুস কিছুটা ফিকে হয়ে গেছিল। তবে এ বছর আবার স্বমহিমায় ফিরে এসেছে সেই কার্তিক পুজোর জৌলুস।
Kartik Puja 2022, bansberia puja porikrama.