scorecardresearch
 
Advertisement

VIDEO: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কমছে গরম?

VIDEO: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কমছে গরম?

আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঠান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি সম্ভাবনা থাকছে । আজকে মূলত দক্ষিণবঙ্গের মালদা মুর্শিদাবাদ বীরভূম কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদীয়া এইসব জেলাগুলিতে ঠান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি সম্ভাবনা থাকছে ।কালকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন মুর্শিদাবাদ নদীয়া নর্থ 24 পরগনা কিছুটা কোস্টাল সাউথ 24 পরগনা থান্ডার স্টোম অ্যাক্টিভিটি সম্ভাবনা থাকছে ।কারণ আজকে নর্দান পার্ট অফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত আছে ফলে আমাদের দক্ষিণবঙ্গ থেকে প্রচুর মহেশ্চর যাচ্ছে ।উত্তরবঙ্গ এর ক্ষেত্রে প্রথম দুদিন বেশ কিছু জায়গায় বিশেষ করে পাঁচটি জেলায় বৃষ্টিপাত হবে কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্ব থেকে পশ্চিম এ নিম্নচাপ অক্ষরেখা গেছে ।আজকের তাপমাত্রা ম্যাক্সিমাম 37 ডিগ্রি এবং মিনিমাম 28 ডিগ্রী। জানালেন আলিপুর হাওয়া অফিসেরউপমহা-নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement