শনিবার যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা আজ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। যেটি দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান সমুদ্র উপকূলের কাছে এই মুহূর্তে অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। সাইক্লোনে পরিণত হওয়ার পর এটি উত্তরে সরতে থাকবে। পাশাপাশি এটি আমাদের উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে থাকায় ইস্টার্ন ইন্ডিয়ার কোনও জায়গাতেই এর কোনও প্রভাব পড়বে না। তাই আগামী তিন-চার দিন আবহাওয়া শুষ্ক থাকবে। আমাদের রাজ্যের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে কলকাতার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।
Latest Update of Cyclone Ashani and West Bengal weather