দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে অবশেষে রাজ্য চালু হল লোকাল ট্রেন পরিষেবা। সকাল থেকেই বিভিন্ন লাইনে লোকাল ট্রেন চলতে শুরু করেছে। করোনা বিধি মাথায় রেখে রেল পরিষেবায় একাধিক বদল করা হয়েছে। অন্যদিকে হকারদেরও উঠতে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটি স্টেশনে মোতায়েন রয়েছে পর্যাপ্ত রেল পুলিশ। চলছে কড়া নজরদারি। প্রাথমিকভাবে ৪১৩ টি ট্রেন চালানো হবে শিয়ালদহ সেকশনে । ২০২টি ট্রেন চালানো হবে হাওড়া ডিভিশনে। সমস্ত স্টেশনেই ট্রেন দাঁড়াবে। আপাতত কোনও গ্যালোপিং ট্রেন নেই। অফিস টাইমে লোকাল ট্রেন চলাচলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি লোকাল ট্রেনে করোনা বিধি মাথায় রেখে চালানো হবে। এর জন্য ট্রেনের কামরা জীবাণুমুক্ত করা হয়েছে। যাত্রীদের মাস্ক পরে ট্রেনে ওঠা বাধ্যতামূলক। সেইসঙ্গে মানতে হবে দূরত্ববিধিও।