scorecardresearch
 
Advertisement

Nandigram: বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ-রাস্তা অবরোধ

Nandigram: বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ-রাস্তা অবরোধ

ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। এক বিজেপি কর্মীর মৃত্যুতে নন্দীগ্রামে অবরোধ ও বিক্ষোভ করছে বিজেপি কর্মীরা। শনিবার তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার ৩ দিন আগে নন্দীগ্রামে বিজেপি সমর্থক এক মহিলাকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাংলার শাসকদল। নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র। ভোটের আগে নন্দীগ্রামে বিজেপি সমর্থক মহিলাকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কার্যত বনধের চেহারা এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম রথীবালা আড়ি। জানা গিয়েছে, তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধেছিল। সেই ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়েছে। আরও ৭ জন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে দাবি। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সোনাচূড়ায়।

Advertisement