মালদা (Malda)-য় বন্যা (Flood) পরিস্থিতির চূড়ান্ত অবনতি। মহানন্দা নদী (Mahananda River)-র জল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার নদী তীরবর্তী বেশকিছু ওয়ার্ড। কয়েক হাজার মানুষ গৃহহীন (Homeless)। জল ঢুকে পড়েছে বাড়ির মধ্যে। বহু মানুষ মাঠে ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছেন। অভিযোগ, এখনও পৌঁছয়নি কোন সরকারি সাহায্য। ক্ষোভে ফুঁসছেন দুর্গত মানুষজন। ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারপারসন চৈতালি সরকার জানিয়েছেন, পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। বহু মানুষ গৃহহীন। দ্রুত তাঁঁদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে বিহার উত্তরপ্রদেশের বন্যার ফলে মালদা গঙ্গা-ফুলহার-মহানন্দার জন বিপদসীমার ওপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত রতুয়ার ২টি গ্রাম। আতঙ্কে ঘর ছড়ছেন মানুষ।