মালদহ জেলার রতুয়া ২ নং ব্লকের আড়াইডাঙা গ্রামের বাসিন্দা দানিশ আনসারি পেশায় রাজমিস্ত্রি। অভাবের সংসারে ভাগ্য পরিবর্তনের আশায় মাঝেমাঝেই লটারির টিকিট কাটতেন দানিশ। প্রতিবারের মতো বুধবার সকালেও ক্ষনিকের আশা নিয়ে ৩০ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। সেই টিকিটে এক কোটি টাকা পান তিনি। অবশেষে ছেড়া কাথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখা সফল দানিশের। তবে কোটিপতি হওয়ার আনন্দের সঙ্গে এবার ভয়ও কাজ করতে শুরু করেছে দানিশের। তার কোটিপতি হওয়ার খবর পেয়ে আনসারি পরিবার একেবারে দ্বারস্থ হয়েছে পুলিশের।