বিহারে একক লড়াই করে ৫টি আসন দখল করতে পেরেছে মিম(AIMIM)৷ বুধবার হায়দ্রাবাদে বাংলা নিয়ে একপ্রস্ত বৈঠক করেছেন দলের সর্বভারতীয় নেতৃত্ব। এদিকে বাংলার এআইএমআইএম নেতৃত্ব ঘোষণা করে, প্রকাশ্যে কর্মসূচি না করলেও তাঁরা বসে নেই। শুক্রবার দলের কেন্দ্রীয় মুখপাত্র একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন- বাংলার নির্বাচনে তৃণমূল চাইলে মিম দলের সঙ্গে জোট করতে পারে ৷ মিমের পক্ষ থেকে জোটের রাস্তা খোলা ৷ সেই প্রসঙ্গকে কটাক্ষ করে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মিম আর তৃণমূলের জোট হবে এটাতে আমাদের কিছু বলার নেই ,মিম আহ্বান করেছে , তারা ৫টা আসন বিহারে জিতেছে ৷ এখন এখানকার সেকুলার পার্টি গুলোকে চমকাচ্ছে। সেজন্য আমাদের কোনো সমস্যা নেই ৷ আমরা আমাদের সংগঠন শক্তির মাধ্যমে জয়লাভ করেছি ৷ আগামী দিনেও জিতে বাংলার পরিবর্তন করবো।