scorecardresearch
 
Advertisement

Mountain Worship: প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড় পুজো সঙ্গে মেলা, বাংলার কোথায় হয় জানেন?

Mountain Worship: প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড় পুজো সঙ্গে মেলা, বাংলার কোথায় হয় জানেন?

প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড়ের পুজো করা হয়। প্রতিবছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইসোর পাহাড় পূজো দেওয়া হয়। পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইসোর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ । প্রতি বছর আষাঢ়র তৃতীয় শনিবার থেকে তিন ধরে হয় মেলা। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গাড়রাসিনি, খড়িডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হল এই কানাইসোর পাহাড় পুজো। এখানকার আদি জনজাতি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করে থাকেন। লোকবিশ্বাস মতে এই পাহাড় পুজো করলে চাষবাস ভাল হবে।

Advertisement