নিম্নচাপের জেরে রাজ্য়ে বিভিন্ন জেলায় ভয়ঙ্কর পরিস্থিতি। বিভিন্ন জেলায় জল জমতে শুরু করেছে। কোথাও জল হাটু আবার কোথাও কোমর পর্যন্ত। এই পরিস্থিতিতে এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ মুকুটমনিপুর থেকে ছাড়া হল কয়েক হাজার কিউসেক জল। এর জেরে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। ভেসে যেতে পারে চাষের জমি। বাড়ি ঘরেরও ক্ষতি হতে পারে। আশঙ্কায় দিন গুনছেন এলাকায় মানুষ। এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ মুকুটমনিপুর জলাধার থেকে সোমবার পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
Mukutmanipur Dam releases water made flood situation