scorecardresearch
 
Advertisement

Murshidabad Fake Mobile Scam: সাবাস বাংলার চোর, ঘরে বানানো জাল মোবাইল কাজ করে আসলের মতো আর দাম মাত্র...

Murshidabad Fake Mobile Scam: সাবাস বাংলার চোর, ঘরে বানানো জাল মোবাইল কাজ করে আসলের মতো আর দাম মাত্র...

315 পিস জাল মোবাইল সহ গ্রেফতার 2। সোমবার সন্ধ্যায় রেজিনগর থানার দাদপুর বাসষ্ট‍্যাণ্ড এলাকায় খাঁন এণ্টার প্রাইজ থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয় 315 পিস জিয়ো ডুবলিকেট মোবাইল উদ্ধার করে, টাকার অঙ্কে 4লক্ষ 42হাজার, সেই সঙ্গে মালিক ও কর্মচারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঐ দোকানের মালিকের নাম রাজিবুল খাঁন বয়স 23 বাড়ি রেজিনগর থানার নাজিরপুর, কর্মচারীর নাম আশিক সেখ বয়স 19 বাড়ি রেজিনগর থানার দাদপুর গোবিন্দ নগর, পুলিশ সূত্রে খবর এরা দীর্ঘদিন ধরে রাজ‍্যের বিভিন্ন ষ্টেট থেকে মোবাইলের পার্স সংগ্রহ করে জিয়োর নাম দিয়ে এবং একই Ime নাম্বার দিয়ে মোবাইল বানিয়ে লোকালে সেল করে, আজ মঙ্গলবার 7দিনের পুলিশ হেপাজতে চেয় বহরমপুর জজ আদালতে পাঠায় এবং ঐ দোকানটিকে সিজ করেছে রেজিনগর থানার পুলিশ, এলাকায় এধরনের আর কোথাও জালিয়াতি আছে কিনা তা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।

Murshidabad Fake Mobile Scam News

Advertisement