scorecardresearch
 
Advertisement

Nadia Snake Rescue Viral Video: নদিয়ায় খাবার টেবিলের তলায় পূর্ণবয়স্ক গোখরো, ফোঁস শব্দে শরীর ঠাণ্ডা

Nadia Snake Rescue Viral Video: নদিয়ায় খাবার টেবিলের তলায় পূর্ণবয়স্ক গোখরো, ফোঁস শব্দে শরীর ঠাণ্ডা

গৃহস্থ বাড়ির ঘরের টেবিলের তলায় বিষধর গোখরো সাপ, নজরে পড়তেই চক্ষু চড়কগাছ বাড়ির সদস্যদের। বনদপ্তরকে খবর দিলে প্রায় দু ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার হয় গোখরো সাপটি। রবিবার মধ্যরাতে এমনি ঘটনার সাক্ষী থাকল নদীয়ার শান্তিপুর থানার বক্তারঘাট এলাকার মানুষ। পরিবার সূত্রে জানা যায়, সকলেই ঘরের মধ্যে কাজ করছিলেন, হঠাৎ টেবিলের তলা থেকে ফোঁসফোঁস শব্দ ভেসে আসে। এরপর তাঁরা দেখতে পান একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ ফণা তুলে রয়েছে। দেখতেই গা শিউরে ওঠে সদস্যদের। প্রতিবেশীদের খবর দিলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

Nadia Snake Rescue Viral Video

Advertisement